ইসলামী ছাত্র আন্দোলনের নলছিটি উপজেলার তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে হাফেজ আবু মুসা সরদারকে সভাপতি মুহাম্মদ মাসুম বিল্লাহকে সহ সভাপতি ও শাহাদাত হোসাইনকে সাধারন সম্পাদক করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।এসময় প্রধান অতিথি ছিলেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য এম ইবরাহীম নাছরুল্লাহ।
বর্তমান কমিটির সভাপতি কে এম কাওছার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আতিকুল্লাহ সরদারের সঞ্চলনায় প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ওয়ালিউল্লাহ সরদার।বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছ মল্লিক, সাধারণ সম্পাদক মাওলানা শাহ জালাল হোসাইন জিহাদি, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল কাদের, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি জামাল হোসাইন মল্লিক প্রমুখ।