নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জামায়াতে ইসলামীর সাথে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলা মোড়ে ‘ইচ্ছে ঘুড়ি কফি হাউজে’র তৃতীয় তলায় উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সম্পাদক মো. মাহফুজুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলার জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সম্পাদক মো. জহিরুল ইসলাম।
এ সভায় সাংবাদিক জহিরুল ইসলাম মামুনের সঞ্চালনায় আলোচনা করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেম ও সাবেক আমির মো. হাবিবুর রহমান, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান প্রমুখ।
সভায় বক্তারা দেশের সাম্প্রতিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, “গণমাধ্যম একটি শক্তিশালী মাধ্যম যা দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।