ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম করেছে ভোলা ওপেন স্কাউট গ্রুপ।তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের মধ্যে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করেন।
এই মানবিক উদ্যোগে বিশেষভাবে সহযোগিতা করেন ভোলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও শিশু বিশেষজ্ঞ ডঃ মোঃ সালাউদ্দিন। তিনি এই কার্যক্রমে কম্বল দিয়ে সহায়তা করেন।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৩টায় কার্যক্রমটি শুরু হয়। ভোলা সদর হাসপাতালের অসহায় রোগীদের পাশে দাঁড়াতে এই উদ্যোগটি নেয়া হয়েছে।
ডঃ মোঃ সালাউদ্দিন বলেন, “মানবতার সেবায় এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা সকলেই যদি এইভাবে একে অপরের পাশে দাঁড়াই, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”
ভোলা ওপেন স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মো. মাইনুদ্দীন বলেন, “শীতকালীন এই সময়ে হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন অনেক মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন। তাই আমরা চেষ্টা করেছি তাদের জন্য কিছুটা সহায়তা নিয়ে আসতে।”
এসময় ভোলা ওপেন স্কাউট গ্রুপের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এমন কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
ভোলা ওপেন স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতারের হাত ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রম সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।
এবি হান্নান/ডেস্ক।