দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুরে অবস্থিত দীঘলকুশা কমিউনিটি ক্লিনিকের ঝটিকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। ক্লিনিকের সার্বিক কর্মকাণ্ড ও সেবার মান নিয়ে তিনি খোঁজ-খবর নেন এবং সমস্যাগুলো চিহ্নিত করেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পরিদর্শনকালে ইউএনও তালুকদার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে স্থানীয় সেবা গ্রহণকারীদের সঙ্গে কথা বলেন।

এসময় তিনি বলেন, “ক্লিনিকটির অবকাঠামোগত সমস্যা রয়েছে। ভবনটির অবস্থা নাজুক এবং প্রায় ছয় হাজার জনসংখ্যার জন্য এখানে ঔষধের স্বল্পতা রয়েছে।” এছাড়া, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে। যেমন ব্লাড প্রেসার মাপার যন্ত্র ও শিশুদের ওজন মাপার যন্ত্র। এ ধরনের গুরুত্বপূর্ণ সরঞ্জাম না থাকায় মা ও শিশু সেবাদানের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ক্লিনিকে কর্মরত তিনজন কর্মচারীর মধ্যে ফ্যামিলি প্ল্যানিংয়ের দায়িত্বে থাকা কর্মচারী নিয়মিত উপস্থিত না থাকায় ইউএনও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলেও কোনো সন্তোষজনক উত্তর পাননি তিনি।

ইউএনও ইমদাদুল হক তালুকদার ক্লিনিকের সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দেন। তার সঙ্গে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

উপজেলার জনগণ ইউএনও’র এই আকস্মিক পরিদর্শনের প্রশংসা এবং দ্রুত সমস্যাগুলোর সমাধান আশা করছে স্থানীয় এলাকাবাসী।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version