নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বুরো বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের সহায়তায় স্থানীয় অসহায় ও গরীদের শীতার্ত মানুষদের মাঝে পাঁচশো শীতবস্ত্র কম্বল বিতরন করেছে। বুধবার (৮ জানুয়ারী) বেলা ১১টায় সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে এ কম্বল বিতরন করা হয়।
বিতরণ পুর্ব আলোচনা সভায় বুরো বাংলাদেশের সমন্বয়কারী মো. নুর আমিন সরকার এর সঞ্চালনায় এলাকা ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজার রহমান এর সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাবিদ রেজওয়ানুল কবীর, বিশেষ অতিথি হিসেবে বুরো বাংলাদেশ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আওলাদ হোসেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. বাচ্চু মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সুসং সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মো. রেদোয়ানুর রহমান। এছাড়াও বুরো বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দুর্গাপুরে পাঁশশো শীতার্তদের ঘরে ঘরে শীতবস্ত্র প্রদানের জন্য বুরো বাংলাদেশের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে সাধুবাদ জানান। শুধু বুরো বাংলাদেশ নয়, এরকম মহৎ কাজে এগিয়ে আসার জন্য সমাজের বৃত্তবানদের আহবান জানানো হয়।
“বুরো বাংলাদেশ” তার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি যে কোন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে সার্বিক সহায়তা প্রত্যয় ব্যক্ত করেন।