সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৭ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা, চিনি ও সুপারি জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
বুধবার (৮ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় লাউরগড় বিওপি কর্তৃক ৭ হাজার ৩১০ কেজি ভারতীয় ফুসকা এবং মাঠগাঁও বিওপি কর্তৃক ১ হাজার ৫০০ কেজি ভারতীয় চিনি ও ১৫ হাজার পিস সুপারি জব্দ করা হয়েছে। জব্দ কৃত এসব মালামালের সিজার মূল্য ১৬ লাখ ৭৯ হাজার ৫শত টাকা।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আটককৃত ভারতীয় ফুসকা, চিনি ও সুপারি শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।