রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টংগী পূর্ব থানার উদ্যোগে ‘শহীদ মীর মুগ্ধ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ ও ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচী-২০২৫ আয়োজন করা হয়েছে। ৭ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধা ৭ টায় টঙ্গী সরকারি হাসপাতাল পাঙ্গনে অনুষ্ঠান আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ী দের মাঝে পুরুষ্কার বিতরন করা হয় এবং গরীব অসহায় দের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব রফিকুল ইসলাম আইনী, কেন্দ্রীয় সমন্বয়ক ও সদস্য, জাতীয় নির্বাহী কমিটি,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জনাব সাইদ উজ্জ্বল, সদস্য-জাতীয় নাগরিক কমিটি। জনাব আবদুল্লাহ আল মুহিম আহ্বায়ক,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,গাজীপুর।
জনাব মো: মহসিন উদ্দিন সদস্য সচিব,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,গাজীপুর। আকাশ ঘোষ যুগ্ম আহ্বায়ক,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,গাজীপুর। জনাব মুহাম্মদ বাপ্পী যুগ্ম সদস্য সচিব,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,গাজীপুর। এছাড়া আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,গাজীপুরের অন্যান্য নেতৃবৃন্দ।