এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী সদর উপজেলার চাপড়া ইউনিয়নের যাদুরহাট এলাকায় গত ৩১ ডিসেম্বর একটি জঘন্য ঘটনা ঘটেছে। জাতীয় দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান লাবুকে থাই গেম ও ভিসা প্রতারণা চক্রের সদস্যরা আক্রমণ করে।
পুলিশ ও আহত সাংবাদিক সূত্রে জানা যায়, সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে যাদুরহাট বাজারে রাজ্জাক মেম্বারের বাড়ির সামনে পূর্ব পরিকল্পিতভাবে ১৫-২০ জনের একটি দল সাংবাদিককে আক্রমণ করে। তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারা হয়, গলায় মাফলার পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয় এবং তার কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকা ছিনতাই করা হয়।
স্থানীয়রা সাংবাদিককে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনায় আহত সাংবাদিক গত ৭ জানুয়ারি নীলফামারী সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।