দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে দুদিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার প্রথম দিবস উদযাপিত হয় এবং যেখানে উপজেলার বিভিন্ন স্তরের তরুণ ও যুবকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় কেন্দুয়া উপজেলা পরিষদের মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ইমদাদুল হক তালুকদার।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও মানসিক স্বাস্থ্য বিষয়ে তরুণদের মধ্যে জ্ঞান ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের কর্মশালা আমাদের তরুণ সমাজকে হতাশা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে।”

এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলন নেত্রকোনা জেলা শাখার সহ-সভাপতি জনাব নাহিদ হাসান, মিডিয়া কর্মী ও সর্বস্তরের জনগণ।

কর্মশালায় বিশেষজ্ঞ মনোবিজ্ঞানীরা অংশগ্রহণকারীদের আত্মহত্যার মনস্তাত্ত্বিক কারণ ও লক্ষণ এবং এর প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে ধারণা দেন। প্রশিক্ষণকারীরা মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, কিভাবে ব্যক্তি ও সমাজ মিলে এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারে সে বিষয়েও আলোচনা করেন। তরুণরা কিভাবে নিজেদের এবং আশেপাশের মানুষদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারেন সে সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনাও দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইমদাদুল হক তালুকদার ছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন, সিনিয়র কনসালট্যান্ট সাইকিয়াট্রি প্রফেসর ডা. ব্রীগেডিয়ার জেনারেল (অব.) মো. আজিজুল ইসলাম। তিনি মানসিক স্বাস্থ্য উন্নয়নের মাধ্যমে আত্মহত্যার হার কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় অংশ নেওয়া স্থানীয় তরুণ আমান উল্লাহ জানান, “এই কর্মশালা আমাদের মানসিক চাপ, হতাশা ও আত্মবিশ্বাস বৃদ্ধির কৌশল সম্পর্কে সচেতন করেছে। আশা করি, আমরা সবাই এর থেকে অনেক কিছু শিখে নিজেদের ও অন্যদের সহায়তা করতে পারবো।”

দ্বিতীয় দিনের (৮ জানুয়ারি) কর্মশালায় বিভিন্ন দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও কর্মশালা সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখবেন আমেরিকান এনথ্রোপলজিস্ট ডানা ম্যাশন ওয়ার্থ। আয়োজকরা আশা করছেন, এই কর্মশালা তরুণদের মধ্যে একটি শক্তিশালী সামাজিক বন্ধন তৈরি করবে এবং আত্মহত্যা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখবে।

আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কেন্দুয়া উপজেলায় আয়োজিত এই কর্মশালা তরুণদের জন্য একটি যুগোপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version