দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

সুনামগঞ্জ প্রতিনিধি::
জনসাধারণকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কার্যক্রম বন্ধের লক্ষ্যে জনসচেতনতামূলক সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আয়োজনে বিশ্বম্ভরপুর উপজেলার শলুকাবাদ ইউনিয়নের কাপনা এলাকায় অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় ডুলুরা এবং চিনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমা রেখায় শ্রমিক কর্তৃক অবৈধভাবে পাথর উত্তোলন, সীমান্তে শুন্য লাইনে গবাদী পশু না চরানো, নারী ও শিশু পাচার রোধকল্পে স্থানীয় জনসাধারণকে প্রেষণা প্রদান করা হয়। এছাড়াও সভায় মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান, বিশ্বম্ভপুর থানার অফিসার ইনচার্জ’র প্রতিনিধি এসআই আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ভুলুরা ও চিনাকান্দি এলাকার গ্রামবাসী উপস্থিত ছিলেন। সভা শেষে ২ শতাধিক গরীব, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, অসহায় মানুষের পাশে দাড়িয়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। পরবর্তীতে আমাদের এই কার্যক্রম আরও অব্যাহিত থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিজিবির এই কর্মকর্তা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version