দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার( ৬ জানুয়ারি) বিকালে উপজেলার তিলকপুর মাঠে কমলগঞ্জ উপজেলা প্রশাসন এবং প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন।

  উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের এর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কমলগঞ্জ সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি,  উপজেলা জামায়াত ইসলামীর  আমির

মোঃ মাসুম মিয়া, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন বাবু, যুগ্ম- আহবায়ক আবুল হোসেন,কমলগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো.শফিকুর রহমান,সহকারি শিক্ষা কর্মকর্তা সোমা ভট্টাচার্য ও জয় কুমার হাজরা, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাংবাদিক সালাউদ্দিন শুভ।

  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোশাহিদ আলী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি  ইমাদ আহমেদ ও ভূইয়া রাজন রেজা প্রমুখ। সমাপনী খেলায় বাঘমারা প্রাথমিক বিদ্যালয় ( বালক দল)ট্রাইব্রেকারে ৫- ৩গোলে ডা. চেরাগ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অন্যদিকে টুর্নামেন্টে( বালিকা দল)কাউয়ারগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ।  টুর্ণামেন্টে উপজেলার ২০টি দল অংশগ্রহন করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version