রিয়াদ ইসলাম জলঢাকা প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা কমিটির সদস্যবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম। গতকাল (৫ জানুয়ারি) সন্ধ্যায় থানা মোড়ে অবস্থিত জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখা অফিস কার্যালয়ে এ সৌজন্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক ভোরেরচেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার কল্যান রায়, ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ নাঈম ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালেক,জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম রাজ, সহ-সভাপতি এমদাদুল হক সাজু, সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল-ইকরাম বিপ্লব চিশতি ও দপ্তর সম্পাদক হারুন-অর-রশীদ কাজল প্রমূখ।
সাক্ষাৎকালে দৈনিক ভোরেরচেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বহুমাত্রিক সাংবাদিক ক্লাব বিলুপ্ত করে ঐক্যের ভিত্তিতে সকল সাংবাদিকদের এক কাতারে আসা খুবই প্রয়োজন। আমরা সাংবাদিকরা এক হলে দুর্নীতিবাজ দুর্নীতি করতে কখনো সাহস পাবে না।