নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় বিভিন্ন শ্রেনি পেশায় নিয়োজিত যুবকদের নিয়ে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদের সোমেশ্বরী মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানকে সামনে রেখে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর আলোচনা সভার সভাপতিত্ব করেন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও কুল্লাগড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আউয়াল, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি রাতুল খান রুদ্র, হাজং ছাত্র সমাজ প্রতিনিধি অন্তর হাজং প্রমূখ।
অনুষ্ঠানে তরুণদের ভাবনা এবং তাদের আত্মসামাজিক উন্নয়ন নিয়ে নানা দিক উঠে আসে। এ সময় তরুণরা যুব উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে এবং ঋণ ব্যবস্থার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার নানা গল্প তুলে ধরেন। সামনের দিনগুলোতে তরুণদের কাজে লাগিয়ে সুন্দর একটি দেশ গড়ার প্রত্যয়ের সকলকে এগিয়ে আসার আহবান জানান আমন্ত্রীত অতিথিগণ।