জবি প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদবঞ্চিত ছাত্রদল নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিলটি করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের টিএসসির সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের চারপাশ প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
সমাবেশে নেতাকর্মীরা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরন্তর অকুতোভয় অবস্থান নিয়ে নেতৃত্ব ও আত্মত্যাগের দিক দিয়ে সর্বোচ্চ অবদান রেখেছে। এ কারণে বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে গুম—খুনের শিকার হয়েছেন কয়েক শতাধিক ছাত্রদল নেতাকর্মী।
তারা আরও বলেন, ২০২৪ সালের গণ—অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশব্যাপী বাংলাদেশ ছাত্রদলের নেতাকর্মীদের নামে সম্প্রতি ডাকসু নির্বাচন, সিনেট ভবনে উপাচার্য ও প্রক্টরের সাথে শিক্ষার্থীদের আলাপ ও কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসানের উপরে হামলা সহ বিভিন্ন ইস্যুতে কিছু কিছু সংবাদমাধ্যম যাচাই বাছাই ব্যতিরেকেই সংবাদ পরিবেশন করছে। সেগুলোকে ভিত্তি করে অসত্য ও মনগড়া গুজব ও অপপ্রচারের ষড়যন্ত্রে মেতে উঠেছে কুচক্রী একটি মহল। এসময় তারা পূর্বঘোষিত ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেন।
টাকার বিনিময়ে ছাত্রলীগ, শিবির, নেশাখোর, ছিনতাইকারী, প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের দিয়ে গঠিত হয়েছে বলেও দাবি করেন পদবঞ্চিতরা। এসময় উপস্থিত ছিলেন সাবেক ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোসাব্বির মিল্লাত পাটোয়ারী, সাবেক ২নং যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সবুজ, নিবিড় মুন্সী, কামরুল ইসলাম, নজরুল ইসলাম মামুন, মোহাম্মদ ওয়াসিম আলী, মিয়া রাসেল, মারুফ আহমেদ, রাশেদুল ইসলাম রাহাত, আসিফ ইমরান, সহ সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন খান, মোহাম্মদ
নাজমুল আলম , ১ নং সহ সংগঠনিক সম্পাদক আরিফুল রহমান, সোলাইমান খান সাগর, আব্দুল আলিম, জিহাদুল ইসলাম জিহাদ, ওমর ফারুক,মাহবুব আলম,মেহেদী হাসান ইমন, মো: মনিরুজ্জামান মনির সাহিত্য প্রকাশনা সম্পাদক আব্দুস আয়মান শুক্কুর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রায়হান হোসেন অপু, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, সহ প্রচার সম্পাদক মেহেদী হাসান আখন প্রমুখ।