নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদককে না বলুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা উদ্বোধন করেন কলমাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়ের।
রবিবার (৫ জানুয়ারি) রাতে উপজেলা ছাত্রদলের আয়োজনে ২০২৪ এর ফাইনাল খেলা কলমাকান্দা খেলার মাঠে মনিং স্পোর্টিং ক্লাব ও বাপ্পি এক্সপ্রেস দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় নির্ধারিত সময়ে গোল না হওয়ায় মনিং স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৩-১ গোলে বাপ্পি এক্সপ্রেসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা পরিচালনা করেন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও বিএনপির যুগ্ম-আহবায়ক আনোয়ারুল ইসলাম টুটন ও সহযোগী রেফারির দায়িত্ব পালন করেন রেজাউল করিম রজব এবং নির্মল দাস।
এ সময় অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম কেরণ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হারেজ রহমান নাজিম, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার, জিহাদ খান মিতুল, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, উপজেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ ও হাসান আল মামুন ও সদস্য সচিব শেখ রবিন প্রমুখ।
এ সময় বক্তারা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে খেলাধুলায় তার অবদান তুলে ধরেন। খেলার চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও রানার আপ দলকে একটি এলইডি টিভি প্রদান করেন অতিথিবৃন্দ।
এছাড়াও টুনামেন্ট ম্যান অব দ্যা ম্যাচ মো. অন্তরকে ক্রেস্ট ও খেলোয়াড়দের মাঝে মেডেল প্রদান করা হয়। এই ফাইনাল খেলায় হাজারো বেশী ফুটবল প্রেমী ও বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।