ঝালকাঠির রাজাপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) রাতে উপজেলার ব্র্যাকের আলট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির ২০২৪ কোহর্ট শুক্তাগড় গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় শুক্তাগড় গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি দেলোয়ার হোসেন হাজী, ইউপিজির রিজিওনাল ম্যানেজার উজ্জল কুমার দাস , ব্র্যাকের জেন্ডার জাস্টিস ও ডাইভারসিটি কর্মসূচির ইলেন বিশ্বাস, সেক্টর স্পেশালিষ্ট আবুল কালাম শেখ, শাখা ব্যবস্থাপক দীপংকর সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। শীতের কম্বল পেয়ে শীতার্ত মানুষেরা কমিটির সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।