কে. এম. সাখাওয়াত হোসেন: সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে বাঁধা, প্রাণনাশের হুমকি ও জিম্মিকরনের চেষ্টার ঘটনায় থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন নেত্রকোনা দায়িত্বপালনকারী দুজন গণমাধ্যম কর্মী।
সাংবাদিকদ্বয় হলেন- ‘চ্যানেল আই টিভি’ ও ‘দৈনিক বাংলাদেশ খবরে’র নেত্রকোনা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী জাহিদ হাসান। আরেকজন ‘দৈনিক জনতা’র নেত্রকোনা প্রতিনিধি রতন মিয়া।
রবিবার (৫ জানুয়ারী) বেকারি শিল্পের অনিয়ম, অব্যবস্থাপনা ও বেহালদশার বস্তু নিষ্ঠু অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরীর জন্য নেত্রকোনার কলমাকান্দা উপজেলাধীন সিধলী বাজারে যান। সেখানে আজিজুলে’র বেকারি পরিদর্শনকালে পেশাগত দায়িত্ব পালনে বাঁধার সম্মুখীন হন। প্রাণনাশের হুমকিসহ দুজন গণমাধ্যম কর্মীকে জিম্মিকরণের চেষ্টা করা হয়।
এমন অভিযোগে অভিযুক্ত ব্যক্তি হলেন- বেকারির মালিক ও নেত্রকোনা সদর উপজেলার রাজাপুর গ্রামের আ. কদ্দুস খানের ছেলে আজিজুলসহ আরো অপরিচিত কয়েকজন।
গণমাধ্যম কর্মীদের জিডিতে উল্লেখ, সিধলী বাজারে আজিজুলে’র বেকারি পরিদর্শনকালে বেকারির মালিক আজিজুল অপরিচিত কয়েকজনকে নিয়ে তাদেরকে দায়িত্বপালনে বাধা দেন। এসময় গণমাধ্যম কর্মীদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। অকথ্য ও অশোভন ভাষায় গালমন্দ করে মারপিট, খুন, জখমের হুমকি দেওয়া হয় এবং তাদের দুজনকে বেকারির ঘরে আটক করে ঘিরে রেখে জিম্মি করেন। পরে লোকজনের ভিড়ে সুযোগ বুঝে জিম্মিকারীদের কাছ থেকে মুক্ত পান দুই সাংবাদিক।
কলমাকান্দার থানার ভারপ্রাপ্ত ওসি’র দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. নজমুল হুদা জিডি’র বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, দুজন সাংবাদিক ঘটনাস্থলে গেয়েছিলেন। কথা কাটাকাটি ও বাকবিতন্ডার একপার্যায়ে খারাপ আচরণ করেছে বেকারির মালিক। এরজন্য জিডি করেছেন সাংবাদিকদ্বয়। সিধলী তদন্ত কেন্দ্রের একজন সরকারি উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হককে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।