শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ রৌমারী (পুসার) এর ২০২৪-২৫ সালের ১ বছরের জন্য নতুন কমিটির সভাপতি হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিটন আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ জয়নুল আবেদীন নির্বাচিত হয়েছেন।
শনিবার (০৪ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন কর্তৃক এক বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ঘোষণা করা হয় এবং আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করা হয়। সংগঠনটির নতুন সভাপতি লিটন আহমেদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ ও সম্মানিত যে আমাকে ‘পুসার’ এর গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়েছে। এটি আমার জন্য একটি বিশাল দায়িত্ব এবং সম্মান।
আমি এই সংগঠনের সভাপতি হিসেবে কাজ করার সুযোগ পেয়ে সত্যিই গর্বিত। সংগঠনটির নতুন সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন বলেন, ‘পুসার’ যা রৌমারী উপজেলার সকল পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন এবং এলাকার সকল শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে, তার সাধারণ সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করায় নিবার্চন কমিশন, সম্মানিত উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
‘ উল্লেখ্য, পুসারের ২০২৩-২৪ সালের কমিটির সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রদীপ কুমার ও সাধারণ সম্পাদক ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ।