সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের চারাগাঁও বিওপি কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে জেলার চারাগাঁও বিওপির টহলদল সীমান্তের আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ভারতীয় ৩ শ ৫৭ বোতল মদ জব্দ করে। জব্দকৃত মদের সিজার মূল্য ৫ লাখ ১৯ হাজার টাকা। রবিবার (৫ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, আটককৃত মদ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।