আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান মো. ওয়াকারুজ্জামান শীতকালীন মহরা পরিদর্শন ও স্থানীয় অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টায় তারাগঞ্জ উপজেলার ৫নং সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক আয়োজিত কর্মসূচীতে সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত হয়ে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় তিনি বুড়ির হাট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে অনুষ্ঠিত “বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা” প্রদান ক্যাম্পেইন গুলো ওএসপি, এসজিপি, পিএসসিগণকে সাথে নিয়ে পরিদর্শন করেন। জানা গেছে, রংপুর তারাগঞ্জের বুড়ির হাটে বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালিন মহরা চলামান। তিনি দুপুরের ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর বিমান বন্দরে অবতরণের পর প্রথমে তারাগঞ্জ উপজেলা বুড়িরহাটের বালাপাড়া নামক চলমান সেনা মহরা পরিদর্শন করেন।
পরে তিনি নিকটস্থ বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুত সম্পন্ন কর্মসূচিতে উপস্থিত হয়ে কম্বল বিতরণ ও স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন পরিদর্শন করেন।
এসময় সফর সঙ্গী ছিলেন মেজর জেনারেল সাজেদুর রহমান- সেনাসদর ঢাকা, ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর সেনা সদর ঢাকা, ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল হক, সেনাসদর ঢাকা, লেঃ কর্নেল এস এম মহিউদ্দিন সেনা সদর ঢাকা, লেঃ কর্নেল সালে বিন শফি, সেনা সদর ঢাকা, লেঃ কর্নেল আশিকুল হক সেনাপ্রধানের নিরাপত্তা কর্মকর্তা, ক্যাপ্টেন সাদাত মোহাম্মদ শাহরিয়ার শামীম শোভন, এডিসি টু সিএএস প্রমুখ ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জিওসি ৬৬ পদাতিক ডিভিশন রংপুর। কমান্ডার-৭২ পদাতিক ব্রিগেড, কমান্ডার-১৬ পদাতিক ব্রিগেড, কমান্ডার ২২২ পদাতিক ব্রিগেড, স্টেশন কমান্ডার সদর দপ্তর রংপুর, কর্নেল এডমিন, কর্নেল স্টাফ এবং অএ ডিভিশনের সংশ্লিষ্ট অফিসারগণ, সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম সহ সেবা প্রত্যাশী ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।।
পরিদর্শেন শেষে সেনা প্রধান ও সফর সঙ্গীগণ ১.৫৫ টায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন। উল্লেখ্য- গত (১ জানুয়ারী) ২০২৫ই হতে রংপুর জেলাধীন তারাগঞ্জ উপজেলার বালাপাড়া নামক স্থানে শীতকালীন যৌথ প্রশিক্ষণ উত্তরের শার্দুল ২০২৪/২৫ প্রশিক্ষণ শুরু হয়। তিনি রংপুর এর ৫০২ ডিওসি এর (ডিএএ) এলাকা পরিদর্শন শেষে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আগমন করেন।