আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ
শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারন করে রংপুরে তারাগঞ্জে বুধবার (১ জানুয়ারি) ছাত্র দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দিবসটি উপলক্ষে তারাগঞ্জ ছাত্রদল সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। র্যালিটি শহরের চৌপথি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে সরকারি কলেজ মাঠে শেষ হয় । এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আহবায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজল ও সদস্য সচিব আখতারুজ্জামান শুভর নেতৃত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহকর্ম বিষয়ক সম্পাদক রাসেল মন্ডল, তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল আহসান খান বাবু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদ পাটোয়ারী, সাবেক সহ-সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাতুল আহমেদ, রিপন ইসলাম, সাখাওয়াত হোসেন সনেট, মেহেদী হাসান সান, রাকিবুল ইসলাম লায়ন, আহ্বায়ক সদস্য মাসুম ইসলাম, মেজবাহ, আল আমিন প্রমুখ ।