ফজলুল করিম আঙ্গুর, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়ার ১নং স্বরমুশিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা-৩ (আটপাড়া -কেন্দুয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহা সচিব রোটারিয়ান এম. নাজমুল হাসান।
বুধবার সন্ধ্যায় উপজেলার অভয়পাশা বাজারে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারিয়ান এম.নাজমুল হাসান।
সাবেক স্বরমুশিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমীর খসরু স্বপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল হোসাইন তালুকদার, ১নং স্বরমুশিয়া ইউনিয়নের কৃষকদলের আহবায়ক আলী আকবর ফকির মন্টু, প্রাক্তন ইউপি সদস্য ও বিএনপির নেতা কাঞ্চন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি রোটারিয়ান নাজমুল হাসান বলেন আগামীদিনে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ৩১ দফা ইশতেহার বাস্তবায়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।