নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মেঘালয় সীমান্ত ঘেষা পাহাড়ের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. খোকন (৫০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং উত্তোলনকৃত বালু জব্দ করা হয়েছে। অর্থদন্ড প্রাপ্ত মো. খোকন কলমাকান্দা সদর ইউনিয়নের চিনাহালা গ্রামের রহমত আলীর ছেলে।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম।
জানা যায়, উপজেলার রংছাতি ইউনিয়নের শালিকাবাম নামক এলাকায় মেঘালয়ের সীমান্ত ঘেষা পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) বিকেলে সে স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। সেখানে বালু উত্তোলন করা অবস্থায় মো. খোকনকে আটক করা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এই ধরণের কাজ করবে না এমন বিষয়ে মুচলেকা প্রদান করেন অর্থ দন্ডাদেশ প্রাপ্ত ব্যক্তি।
অর্থদন্ড প্রদানের বিষয়ে সত্যতা নিশ্চিত করে কলমাকান্দার সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম জানান, আনুমানিক পাঁচশো ঘটফুট সিলেকশন বালু ও এক হাজার দুইশো ঘটফুট ভিট বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।