দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কে. এম. সাখাওয়াত হোসেন: আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রকোনায় মিছিল করার ঘটনায় ছাত্রলীগের আরো চারজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। একই ঘটনার এরআগে ছয়জনকে গ্রেফতার করা হয়। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ছাত্রলীগের দশ জন নেতা-কর্মী।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার মদনপুরের মৃত সৈয়দ হাদিস মিয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ তোফায়েল আহমেদ তুষার (২৮)। সদর উপজেলার কচুডুয়ারী গ্রামের জালাল উদ্দীনের ছেলে ও জেলা ছাত্রলীগের উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহামন প্রান্ত (৩২)। মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের মজিবুর রহমান খানের ছেলে ও সুজয় খান (৩৩) এবং নেত্রকোনা পৌরশহরের কাটলী এলাকার মাহামুদুর রহমানে খানের ছেলে সাকিব হাসান খান হাসিব (৩০)।

এই চারজনকে গত শুক্রবার দিনগত রাত ও শনিবার ভোরের দিকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে পুলিশ। একই ঘটনায় এরআগে গত শুক্রবার ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।

তারা হলেন- নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও নাগড়া (বাড়ইপাড়া) এলাকার বাবুল সরকা‌রের ছে‌লে চিন্ময় সরকার(২৭)। জেলা ছাত্রলীগের সহ-ক্রীড়া সম্পাদক ও বড় বাজারের সজল সরকা‌রের ছে‌লে সন্দীপ সরকার (২৫)। নেত্রকোনা পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং বড়বাজা‌রের দুর্গাচরন সাহার ছে‌লে জয় সাহা (২৫)। জেলা ছাত্রলীগের সদস্য ও বড়বাজা‌রের মৃত রাখাল চন্দ্র বণিকের ছে‌লে সিন্ধ বণিক বিশাল (২৫)। নেত্রকোনা পৌর ছাত্রলীগের সদস্য ও বড়বাজা‌রের কৃষ্ণ রায়ের ছে‌লে রাহুল রায় (২৪) এবং জেলা ছাত্রলীগের সাবেক সদস‌্য ও বারহাট্টার নৈহাট‌ি গ্রা‌মের আজিজুল হকের ছে‌লে লোকমান হোসেন (২৮)।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গত শুক্রবার ভোর আনুমানিক সোয়া ৬টার দিকে নিষিদ্ধ ঘোষিত নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কৌশিক রায় এবং সুচন মিয়াদ্বয়ের নেতৃত্বে ১৫-২০ জনের একটি ঝটিকা মিছিল বের করে। মি‌ছিল‌টি তেরী বাজার প্রধান সড়ক হয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় নেত্রকোনা ম‌ডেল থানার টহল পুলিশ সংবাদ পেয়ে তৎক্ষণাত ঘটনাস্থলে পৌছায়। পু‌লি‌শের উপ‌স্থি‌তি‌ দেখে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে দৌঁড়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে এবং মিছিলে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের গত শুক্রবার বিকেলে ছয়জন এবং আজ (শনিবার) ভোরে গ্রেফতারকৃত আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ এবং আরও ১০-১৫ জনকে করে উপপরিদর্শক (এসআই) আকামল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত ১০ জনকে আজ দুপুরের দিকে সাতদিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version