নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নাশকতার মামলায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ আ.লীগ অঙ্গ সংগঠনের চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে খালিয়াজুরী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ফকরুল হককে (৫২) গ্রেফতার করে পুলিশ।
এরআগে একই দিন ভোর সোয়া ৪টার দিকে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক মো. আব্দুল করিম ও সঙ্গীয় পুলিশসহ প্রত্যেক আসামীদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা অন্যান্য হলেন- খালিয়াজুরী সদরের গোপাল দেবনাথের ছেলে ও উপজেলা ছাত্রলীগে যুগ্ন-আহ্বায়ক রাজেশ্বর দেবনাথ (৩২) ও দুলাল করের ছেলে উপজেলা ছাত্রলীগ কর্মী (২৬) এবং একই উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে আওয়ামীলীগ কর্মী ও ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুল হেকিম (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে বিএনপির অফিস ভাংচুর ও নাশকতার গত বছরের ২০ সেপ্টেম্বর মইনুল ইসলাম রিকন বাদী হয়ে খালিয়াজুরী থানায় ৪৮ জনের নাম উল্লেখ ও আরও ২০-৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।