ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানির বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে বনানী থানার মামলা আসামিদের জামিন বাতিল চেয়ে আবেদন করা হয়েছে।
গত ২৮ নভেম্বর সুপ্রিম কোর্টে এই আবেদন করা হয়। মানিক রতন চাকমা, একজন পাবলিক শেয়ারহোল্ডার ও বীমা গ্রাহক, রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট বিভাগের ফৌজদারী বিবিধ মামলা নং ৫৭৯২৭/২০২৪ এর ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখের আগাম জামিন আদেশ বাতিল বা স্থগিত করতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ক্রিমিনাল পিটিশন ফর লিভ টু আপিল দায়েরের অনুরোধ জানিয়েছেন।
মামলায় আসামিরা হলেন – মঞ্জুরুর রহমান,সুরাইয়া রহমান, আদিবা রহমান, জিয়াদ রহমান , সাইকা রহমান ও আনিকা রহমান।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানির নথিপত্র তৈরি করে তা ব্যবহার করে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।
১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে হাইকোর্ট থেকে জামিন লাভের পর তারা ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানিতে প্রভাব বিস্তার ও আধিপত্য বজায় রেখে মামলার তদন্ত কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে।
এ অবস্থায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জামিন বাতিল করতে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের দপ্তরে আবেদন করেছেন মানিক রতন চাকমা।
প্রমাণ হিসেবে সংযুক্ত করা হয়েছে:
১ বনানী থানার মামলা নম্বর ৩৩ এর এজাহার।
২. দুর্নীতি দমন কমিশনের স্মারকপত্র।
৩. বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিবেদন।
৪. ডেল্টা লাইফের অর্থ লোপাট সংক্রান্ত বিভিন্ন পত্রিকার প্রতিবেদন।
প্রসঙ্গত, ২০২১ সালে প্রকাশিত প্রতিবেদনে ডেল্টা লাইফ ইনসিওরেন্সে ৩৬৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে আসে, যা নিয়ে তখনও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল।