সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধীনস্থ টেকেরঘাট সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে ১৬ পিস ভারতীয় ইয়াবাসহ মো. লোকমান হেকিম (৪২) নামক এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বুধবার (২৩ এপ্রিল) সকালে তাকে ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত ঐ যুবক তাহিরপুর উপজেলার কলাগাঁও গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে।
‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে’- সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি।
বিজিবি জানায়, টেকেরঘাট সীমান্ত ফাঁড়ির টহল দল নিয়মিত টহল পরিচালনার সময় কলাগাঁও গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে মো. লোকমান হেকিম (৪২) অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর সীমান্ত পিলার ১১৯৯/৯-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে বটছড়া নামক স্থানে তাকে ইয়াবাসহ আটক করে। এসময় আটককৃত ব্যক্তির কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৪ হাজার ৮০০ টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, আটককৃত আসামিকে ইয়াবাসহ তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।