কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চারটি ইউনিয়নে গরীব ও অহায় দুস্থদের মাঝে কম্বল বিতরন করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলামন্যাই কমিটির সদস্য সচিব এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এটিএম আব্দুল বারী ড্যানী।
শুক্রবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বারহাট্টার পাবলিক হলে বারহাট্টা সদর, রায়পুর, আসমা ও সাহতা এই চারটি ইউনিয়নের প্রতি ইউনিয়নে পাঁচশত করে দুই হাজার গরীব ও অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরন করেন তিনি।
এ সময় এটিএম আব্দুল বারী ড্যানী বলেন, বিএনপি জনগণের দল। মানুষের ভোটের অধিকার ও গনতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করে আসছে। সংস্কারের নামে সময় ক্ষেপন করলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬ বছরের সুসংগঠিত নেতৃত্বে জুলাই অভ্যাুত্থানের সৃষ্টি হয়েছে। এর সফল নায়ক তারেক রহমান। এই আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। পালিয়ে গেছে দেশ ছেড়ে। দেশের দুঃসময়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। জনগণের পক্ষে কথা বলতে গিয়ে মিথ্যা মামলায় জেল খেটেছেন।
তিনি আরো জানান, বিএনপি খেটে খাওয়া মেহনতি অসহায় মানুষের জন্য রাজনীতি করে। সাধারণ মানুষের সাথে সংযোগের অংশ হিসেবে গ্রাম-গঞ্জে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। নিজ উপজেলা বারহাট্টাসহ নেত্রকোনা সদর উপজেলার প্রতি ইউনিয়নে পর্যায়ক্রমে তার নির্বাচনী এলকায় কম্বল বিতরন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়ারেস উদ্দীন ফারাস, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দীন খান, জেলা যুবদলের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনছারী, জেলা ওলামাদলের সভাপতি মিছবাহ উদ্দীন ও সাধান সম্পাদক মনিরুজ্জামান মনির এবং বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ বাবুল, সাবেক সাধারণ সম্পাদক সানুয়ার হোসেন ঠাকুর, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সেচ্ছাসেবকদের সদস্য সচিব নুরুল ইতিহাস শেখ, কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, সাধারণ সম্পাদক মুন্না প্রমুখ।