দেশের বিভিন্ন স্থানে জেঁকে বসেছে শীত। এই শীতে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশি কষ্ট করেন অসহায় ছিন্নমূল মানুষ। অসহায় এসব মানুষের কষ্ট লাঘবে কম্বল নিয়ে ছুটে যাচ্ছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে তিনি ছুটে যান উপজেলা দপদপিয়া এলাকার বেদে পল্লীতে। এ সময় তিনি শীতার্ত বেদেদের শরীরে কম্বল জড়িয়ে দেন। এ সময় শীতার্ত বেদেরা ইউএনও প্রতি কৃতজ্ঞতা জানান।
ইউএনও নজরুল ইসলাম বলেন,শীতে যাতে অসহায় মানুষেরা কষ্ট না পায় এরজন্য সরকারি কম্বল তাদের কাছে তুলে দিচ্ছি । এর আগে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে কম্বল দেওয়া হয়েছে।