মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ (দুই) কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার পহেলা জানুয়ারি রাত সাড়ে ৯ টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি গ্রামের চাপাইতি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জামাল মিয়া ও রাসেল মিয়া নামে ২ কেজি গাঁজা ও দুইটি মোবাইল ফোন সহ হাতে নাতে আটক করেছে মধ্যনগর থানা পুলিশের বিশেষ একটি দল।
আটককৃত জামাল হোসেন ও রাসেল মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ইকরতলী (ডলনা) গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যনগর থানার ওসি সজিব রহমানের দিক নির্দেশনায় এসআই ইউসুফ, এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এই দুই মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) সজিব রহমান বলেন,২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মধ্যনগর থানায় আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটির তদন্তভার এসআই বিকাশ চন্দ্র সরকার এর নিকট প্রদান করা হয়েছে।