জবি প্রতিনিধি|
জবিতে ভিডিও করার সন্দেহে ছাত্রদল কর্মী কর্তৃক সাধারণ শিক্ষার্থীকে মারধর ও জাবিতে হিজাব নিয়ে কটুক্তির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি। গতকাল ২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে সংঘটিত হয় মানববন্ধনটি। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড, যেখানে শিক্ষার্থীদের মানবাধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার আহ্বান জানানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, “ভিডিও করার সন্দেহে সাধারণ শিক্ষার্থীকে মারধর করা মানবাধিকারের চরম লঙ্ঘন।
এই ঘটনার দ্বারা উপলব্ধ হয় যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা অনিরাপদ এবং তাদের চলাফেরার স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাই।” সোসাইটির নারী বিষয়ক কার্যনির্বাহী সদস্য শান্তা আক্তার বলেন, “আমরা দেখতে পেলাম গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হিজাব নিয়ে কটুক্তি করা হয়েছে।
পোশাকের স্বাধীনতা মানবাধিকার এবং প্রতিটি মানুষের অধিকার রয়েছে তাদের নিজ নিজ ধর্মীয় সংস্কৃতি অনুযায়ী পোশাক পরিধান করার, যা বাংলাদেশের সংবিধান ও সার্বজনীন মানবাধিকার ঘোষণার আইন কর্তৃক স্বীকৃত। সুতরাং হিজাব নিয়ে কটুক্তি করে ব্যক্তির ধর্মীয় সাংস্কৃতিক মূল্যবোধকে হেয় করা হয়েছে এবং পোশাকের অধিকার লঙ্ঘিত হয়েছে।” সোসাইটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, “ক্যাম্পাসে যেকোনো প্রকার মানবাধিকার লঙ্ঘন শিক্ষার পরিবেশকে নষ্ট করে। এই ধরনের ঘটনাগুলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। আমরা চাই প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করুক এবং একটি নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার উদ্যোগ নিক।”