দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

কমলগঞ্জে এনজিওসংস্থা প্রচেষ্টার প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ চা বাগান খাতে নেতৃত্বের মাধ্যমে চা বাগান কর্মীদের ক্ষমতায়ন বিষয়ক প্রকল্প অবহিতকরণ সভা আনুষ্ঠিত হয়।প্রচেষ্টার প্রজেক্ট কো অর্ডিনেটর রবীন্দ্র যাকোব ত্রিপুরার সঞ্চালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, এনজিওসংস্থা প্রচেষ্টার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির কল্যানে কাজ করে যাচ্ছে, বিশেষ করে চা বাগানের কিশোর -কিশোরীদের নেতৃত্ব তৈরী, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন তার মধ্যে অন্যতম। প্রচেষ্টার সমাজকল্যাণ মূলক কাজ গুলো অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রোগ্রাম কো অর্ডিনেটর মুক্তা রানী দেব।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুননাহার পারভিন,সমাজসেবা কর্মকর্তা ইউসুফ মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,আলীনগর ইউনিয়ন পরিষদের সদস্য গৌরি রানী কৈরি,আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গণেশ পাত্র,শুনছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি প্রশান্ত কৈরি প্রমূখ। জানাযায়,অক্সফাম ইন বাংলাদেশের অর্থায়নে কমলগঞ্জ উপজেলার আলীনগর,শুনছড়া, বাঘিছড়া, শমসেরনগর, কানিহাটি,দেওছড়া চা বাগানে প্রচেষ্টার কার্যক্রম চলমান রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version