রিয়াদ ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
‘সকল সাংবাদিকদের আস্থা, জাতীয় সাংবাদিক সংস্থা’ শ্লোগানে জাতীয় সাংবাদিক সংস্থা’র সাংগঠনিক কাজে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখা। গত ২৮ ডিসেম্বর (শনিবার) ঢাকা জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশে আনুষ্ঠানিক ভাবে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার নাম ঘোষনা করেন অতিথিবৃন্দরা।
জাতীয় মহাসমাবেশে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ওবায়দুর রহমান শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব মোঃ কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ খুরশীদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ কামরুল ইসলাম।
জাতীয় প্রেসক্লাবে সকালবেলা প্রথম অধিবেশনে জাতীয় মহাসমাবেশ সফল ভাবে শেষ হলে দ্বিতীয় অধিবেশন বিকালবেলা জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সভায় শ্রেষ্ঠ উপজেলার পুরস্কার জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক রিয়াদ ইসলামের হাতে উপজেলা শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। জাতীয় মহাসমাবেশে সারাদেশের জাতীয় সাংবাদিক সংস্থা’র মহানগর,জেলা ও উপজেলা শাখার প্রায় সহস্রাধিক সাংবাদিক ২১ দফা দাবি নিয়ে অংশগ্রহণ করেন। মহাসমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকের জন্য সকল কালাকানুন বাতিল করে ২১ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এই দাবিগুলো বাস্তবায়ন হলে দালাল সাংবাদিক নিপাত যাবে, সমাজে সাংবাদিক অবস্থান আরও মজবুত হবে। সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।