দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দূর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবারের মতো এবারও সাতদিন ব্যাপী কমরেড মনি সিংহ মেলা শুরু হয়েছে। মনি সিংহের ৩৪তম প্রয়ান দিবস উপলক্ষে এ মেলা শুরু হয়। চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত।

ব্রিটিশ বিরোধী আন্দোলন, টংক আন্দোলন, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমরেড মনি সিংহ। নতুন প্রজন্মের কাছে মণি সিংহের স্মৃতি তুলে ধরার জন্য প্রতি বছর এ মেলার আয়োজন করা হয়। এখানে দেশ বরেন্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। তুলে ধরেন টংক আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতি।

মঙ্গলবার সকালে স্থানীয় টংক শহীদ স্মৃতিস্তম্ভ ও কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্ত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্রমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা ও মণি সিংহ মেলা উদযাপন কমিটির আহবায়ক ডা. দিবালোক সিংহ। এ সময় সিপিবি কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে মণি সিংহের প্রতিকৃতিতে সর্বস্তরের অংশগ্রহনে পুষ্পস্তবক অর্পন শেষে এক বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মেলায় লোকজ ও কারুশিল্পের প্রায় পাঁচ শতাধিক স্টল স্থান পেয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version