নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (৩০ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা প্রেসক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, গন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম কল্যাণ, নওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার, গণমাধ্যম কর্মী ও উপজেলার অন্যান্য ইউনিয়নের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তারা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে কেন্দুয়ায় সাম্প্রতিককালে কেন্দুয়া উপজেলায় যানযট নিরসন, শব্দ দূষণ ও আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এ পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঠিক তথ্য পরিবেশনে দায়িত্বশীলতার আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, “গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা জনগণকে সঠিক তথ্য সরবরাহে এবং সামাজিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সভায় বিভিন্ন দিক থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শের ভিত্তিতে কেন্দুয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়্।