কে. এম. সাখাওয়াত হোসেন: তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে উদ্যোক্তাদের উব্দুদ্ধকণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় উদ্যোক্তারা তাদের নিজেদের হাতে তৈরি পিঠা, চাদর, ফুলদানীসহ উৎপাদিত বিভিন্ন ধরণের পণ্য প্রদর্শন করেন।
সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নেত্রকোনা পৌরশহরে মোক্তারপাড়াস্থ পাবলিক হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে’র আয়োজনে এবং ‘জাতীয় মহিলা সংস্থা’ ও ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে’র সহযোগিতায় এতে উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শন এবং আলোচনা সভা ও সফল উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট বিতরন করা হয়।
মো. শাহসান হাবিবের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলায়াত পাঠ করেন প্রশিক্ষাণার্থী তাছলিমা আক্তার ও গীতা পাঠ করেন বেলী রবিদাস এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার নেত্রকোনা জেলা শাখার কর্মকর্তা গোলাম কিবরিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপক সাজ্জাদ খান।
এরআগে শুভেচ্ছা বক্তব্য দেন তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনের প্রশিক্ষণ কর্মকর্তা হেদায়েত উল্লাহ রুমিন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সদস্যসচিব ম. কিবরিয়া চৌধুরী, কবি তানভীর জাহান চৌধুরী, প্রশিক্ষণার্থী তানিজা আক্তার হেপি ও ডলি আক্তার, উদ্যোক্তা হাফেজা আক্তার ও আসমা আক্তার সেতু প্রমুখ।
আলোচনা সভা শেষে ক্যাটারিং, বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, বিজনেস ম্যানেজমেন্টসহ বিভিন্ন ট্রেডে ১৫ জন নারী উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ক্রেস্ট প্রাপ্ত ১৫ জন নারী উদ্যোক্তা হলেন, আসমা আক্তার বিথি, আসমা আক্তার সেতু, জুবেদা বেগম, হাফেজা আক্তার বৃষ্টি, হেপি রানী সাহা, রুমা রানী সাহা রায়, মীনা আক্তার, বিলকিছ আক্তার বৃষ্টি, তাসলিমা আজিম, তানজিমা খানম, শিল্পী রানী দাস, মাহমুদা আক্তার, সাদিয়া তাসনিম ইন্নি, ফাতেমা তুজ জাফরান ও শাহানা আক্তার।