নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বন্যা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে সোলার লাইট দেওয়া হয়েছে। ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় সোমবার সকালে ব্র্যাকের কার্যালয়ে এই সোলার লাইট বিতরণ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। এতে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে সোলার লাইট তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো. ছারোয়ার জাহান, সহকারি শিক্ষা অফিসার মোজাম্মেল হক, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান প্রমুখ।
ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত বন্যা আশ্রয় কেন্দ্রে সোলার লাইট বিতরণের উদ্যোগের প্রশংসা করে বলেন, এ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ বেশি হয়। বিশেষ করে বন্যায় অনেকেই আশ্রয় কেন্দ্রে যান। দুর্যোগের সময় বিদ্যুৎ না থাকলে দুর্ভোগ আরও বাড়ে। আশ্রয়কেন্দ্র আলোর এই বিশেষ ব্যবস্থা তখন কাজে লাগবে। আশ্রয়কেন্দ্রের প্রতিটিতে দুইটি সোলার প্যানেল, দুইটি লাইট, দুইটি রিমোট কন্ট্রোল এবং প্রতিস্থাপন সরঞ্জাম প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্র্যাকের কলমাকান্দা শাখা কার্যালয়ের সিনিয়র এলাকা ব্যবস্থাপক মো. জামাল উদ্দিন,সিনিয়র শাখা ব্যবস্থাপক ফররুখ আহমদ (দাবি), সিনিয়র শাখা ব্যবস্থাপক আ: রউফ উপস্থিত ছিলেন।