নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের ১১তম পর্ষদের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন শেষ হয়েছে। এবার সভাপতি পদে তোবারক হোসেন খোকন ও সাধারণ সম্পাদক পদে মো. মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ নির্বাচন সম্পন্ন হয়। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ চলে।
এবারের নির্বাচনে নয়টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী হয়েছিলেন। তবে চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সভাপতি পদে তিন জন, সাধারণ সম্পাদক তিন জন, সহ-সভাপতি দু্ই জন, সহ-সাধারণ সম্পাদক দুই জন, কোষাধ্যক্ষ দুই জনসহ মোট ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এতে সভাপতি পদে তোবারক হোসেন খোকন (দৈনিক যুগান্তর), সহ-সভাপতি পদে মো. মোহন মিয়া (দৈনিক সংবাদ), সাধারণ সম্পাদক পদে মো. মাসুম বিল্লাহ (দৈনিক প্রতিদিনের সংবাদ), সহ-সাধারণ সম্পাদক পদে রিফাত আহমেদ রাসেল (এখন টেলিভিশন), কোষাধ্যক্ষ পদে কালিদাস সাহা বাবু (দৈনিক নাগরিক ভাবনা) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে পল্টন হাজং (সমকাল নিউজ ২৪ ডটকম), নির্বাহী সদস্য (১) পদে ধ্রুব সরকার (দৈনিক ইত্তেফাক), নির্বাহী সদস্য (২) জুয়েল রানা (দৈনিক সকালের সময়) ও নির্বাহী সদস্য (৩) আল নোমান শান্ত (দৈনিক কালের কন্ঠ) বিনা প্রতিদ্বদ্দ্ববিতায় নির্বাচিত হয়েছেন।
উক্ত নির্বাচন পরিচালনায় ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী ও উপজেলা সমাজ সেবা অফিসার মো. মাসুল তালুকদার।