ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, যিনি শতাধিক নাটকে অভিনয় করে এবং ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে দর্শকদের মন জয় করেছেন, সম্প্রতি মাদক সম্পৃক্ততার অভিযোগ নিয়ে আলোচনায় এসেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অনুসন্ধানে তানজিন তিশাসহ আরও তিনজন অভিনেত্রীর নাম উঠে আসে, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা
গতকাল সিজেএফবি ২৩তম পারফরমেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তানজিন তিশা এক ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন। মাদক সম্পৃক্ততার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই যে যাচাই-বাছাই না করে সত্য-মিথ্যা না জেনে নিউজ করবেন না। মাঝেমধ্যে একজন শিল্পীর ব্যক্তিগত জীবন আছে, তার পরিবার আছে, বাবা-মা ও ভাইবোন আছে—এটা মনে রাখা উচিত।”
তিশা আরও বলেন, “নেতিবাচক শিরোনাম এবং ভিত্তিহীন সংবাদ একজন শিল্পীর মানসিক ও ব্যক্তিগত জীবনে কী প্রভাব ফেলে, সেটা একবার চিন্তা করলে হয়তো অনেক ভুল বোঝাবুঝি এড়ানো যেত।
অনুষ্ঠানে পাওয়া অ্যাওয়ার্ডটি তানজিন তিশা তার প্রয়াত বাবাকে উৎসর্গ করেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “তিন বছর আগে আমি বাবাকে হারিয়েছি। এখনও এটা মেনে নিতে কষ্ট হয়। তবে এখন ভাবি, বাবা বেঁচে থাকলে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব নেতিবাচক দিক দেখতে হতো। আমি কখনো বাবাকে কোনো অ্যাওয়ার্ড উৎসর্গ করিনি। এই অ্যাওয়ার্ড, বাবা, তোমার জন্য।তানজিন তিশার বক্তব্যে তার প্রতি নেতিবাচক প্রচারণা ও ভিত্তিহীন খবরের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে। পাশাপাশি তিনি তার বাবার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।