দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মো.ফখর উদ্দিন,আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় উপজেলার হাইলধর ইউনিয়নের সন্তান প্রবাসী মুহাম্মদ নেছার উদ্দিন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মনোনীত হওয়ায় হাইলধর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার (২৭) ডিসেম্বর সন্ধ্যায় হাইলধর পীরখাইন আশরাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসময় আনোয়ারা উপজেলা বিএনপি’র সিনিয়র সদস্য এস এম মোজাম্মেল হকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন, সংবর্ধিত অতিথি ছিলেন সিআইপি মুহাম্মদ নেছার উদ্দিন। আহবায়ক কমিটির সদস্য মোস্তাক আহমদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক সরওয়ার হোসেন মাসুদ, সদস্য আবুল কাশেম, রফিক ডিলার, দিল মুহাম্মদ মঞ্জু, আবুল মনসুর, আবু সালেহ, জাহেদুল ইসলামখান হেলাল, মামুন খাঁন, গনসংবর্ধনা কমিটির আহ্বায়ক মোঃ ইউছুফ, সদস্য সচিব মোঃ নিজামুদ্দিন, মোঃ আমিন, আব্দুল মান্নান, বাবুল সাওদাগর, মাসুদ, মোজাহের, মুসা মেম্বার, উপজেলা যুবদল নেতা নুরুল কবির রানা, মোকাররম, বেলাল, শোয়েব, সালাউদ্দিন আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ হাসান, শামসুল ইসলাম, দস্তগীর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন জুয়েল, জাহেদুল ইসলাম শাহাদাত, নাদিম অনিক, হান্নান, সোহেল, আরিফ, মেজবাহ, তৌহিদ, আলফাজ, এরফান, তারেক, আশিক, আনোয়ারা কলেজ ছাত্রদল নেতা বোরহান, মো.শফিউল, মো.আরফাত, মো.তারেক, বটতলী কলেজ ছাত্রদল নেতা তারেক ও মো.আশিক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বিএনপি গণমানুষের দল, দেশের ক্রান্তিলগ্নে বিএনপি বারবার হাল ধরেছে। মানুষের ভালবাসা নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের মানুষকে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। গুনিজনকে মূল্যায় করে বলেই বিএনপি মানুষের মনে স্থান করে নিয়েছে। সিআইপি নির্বাচিত হয়ে নিজ গ্রামে সংবর্ধিত হয়ে গ্রামের সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া কামনা করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version