দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি |
সীমান্তবর্তী নেত্রকোনার ঐতিহ্যবাহী দুর্গাপুর প্রেসক্লাবের ১১ তম পর্ষদের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন কাল সোমবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত দুর্গাপুর প্রেসক্লাব ভবনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অমিত দত্তকে প্রধান করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী ও উপজেলা সমাজ সেবা অফিসার মো. মাসুল তালুকদার সহ তিন সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে,গত ১৭ ডিসেম্বর তফসিল ঘোষণার পর মনোনয়ন পত্র সংগ্রহ, বাছাই ও প্রত্যাহার সকল কার্যক্রম শেষে এবারের নির্বাচনে ৯ টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী হয়েছিলেন। তবে সাংগঠনিক সম্পাদক পদে পল্টন হাজং ও নির্বাহী সদস্য ১,২, ও ৩ পদে ধ্রুব সরকার, জুয়েল রানা ও আল নোমান শান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। ফলে আগামীকালের নির্বাচনে ৫ পদের বিপরীতে প্রার্থী রয়েছেন ১২জন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে সভাপতি পদে প্রার্থীরা হলেন- সদ্য সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, সাবেক সহ-সভাপতি তোবারক হোসেন খোকন। সহ সভাপতি পদে, সদ্য সাবেক সহ-সভাপতি মোহন মিয়া ও সম্মানিত সদস্য সুমন রায়। সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন- সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার,সদ্য সাবেক যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, সম্মানিত সদস্য ধনেশ পত্রনবীশ। যুগ্ম সম্পাদক পদে,সম্মানিত সদস্য রিফাত আহমেদ রাসেল,সম্মানিত সদস্য রাখী দ্রং। কোষাধ্যক্ষ পদে,সদ্য সাবেক কোষাধ্যক্ষ এইচ এম সাইদুল ইসলাম,সম্মানিত সদস্য কালিদাস সাহা বাবু। ২০০১ সালে প্রতিষ্ঠিত দুর্গাপুর প্রেসক্লাবের গঠণতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠন করা হয়।