আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে শীতার্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে “রেনেসাঁ সংসদ” নামের একটি সামাজিক সংগঠন। সংগঠনের পক্ষ থেকে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে প্রথম ধাপে উপজেলার প্রায় শতাধিক গরীব দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন তারা।
এসময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মাকদুম আলম, সদস্য সচিব ঠিকাদার মেহেদী হাসান শিপু , জেলা বিএনপির সদস্য মতিয়ার রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সাবু খান, বিএনপি নেতা রাসেল মন্ডল, বাংলাদেশ প্রেস ক্লাব তারাগঞ্জ শাখার সভাপতি আরিফ শেখ, রেনেসাঁর সাধারণ সম্পাদক শিবলী নোমান নিউটন, সাংগঠনিক সম্পাদক খোকন প্রামাণিক, বুলু ক্যাবল নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর ও সাংবাদিক আর রাফি হোসেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা আল আমিন, প্রভাষক আরিফুল ইসলাম প্রমুখ ।
রেনেসাঁ সংসদের সভাপতি ওবায়দুল ইসলাম জানান, রেনেসাঁ সংসদের স্বেচ্ছাসেবীরা গত ৫ বছর ধরে, প্রতি বছর ২/৩ শতাধিক হত-দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার, শীত বস্ত্র , কন্যা দায়মুক্তি সহ নানান সামাজিক কর্মকান্ড করে আসছে । সামাজিক সংগঠন “রেনেসাঁ সংসদ” তারাগঞ্জের সম্বনয়ক প্রবাসী মোস্তাফিজুর রহমান রুবেল বলেন, প্রতি বছর গরীব দুস্থ ও ছিন্নমূল মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে শীত।
তবে তাদের পাশে দাঁড়াতে দেখা যায় অল্প সংখ্যক স্বামর্থ্যবানদের। অসহায় এই দুস্থ,ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন রকম অনুভূতি। তাই আমরা প্রতিবছরের ন্যায় এবছরেও পরিকল্পনা করে আমাদের শীতপ্রবণ এলাকার তিন শতাধিক দুঃস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে দ্বারে পৌঁছে তাদের গায়ে শীতবস্ত্র কম্বল জড়িয়ে দিচ্ছি।