নিজস্ব প্রতিবেদক: গারো সম্প্রদায়ের গর্ব অর্ণি সাংমা বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে প্রথম সাব-লেফটেন্যান্ট পদে অভিষিক্ত হয়েছেন। গত ২৩ ডিসেম্বরে তিনি বাংলাদেশ নৌবাহিনী ২০২২তম লং কোর্স এ কঠোর প্রশিক্ষণ শেষে গারো সম্প্রদায়ের প্রথম ব্যক্তি হিসেবে নৌবাহিনীর নারী কমিশনড অফিসার হওয়ার গৌরব অর্জন করেন।
অর্ণি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরির স্বর্ণেন্দু সাইমন সাংমা ও সুচরিতা রুরামের জ্যেষ্ঠ সন্তান। তার এই অভূতপূর্ব সাফল্যে পরিবারসহ পুরো গারো সম্প্রদায়ে আনন্দের ঢল নেমেছে।
তার বাবা-মা জানান, “অর্ণি শুধু আমাদের পরিবারের নয়, গারো সম্প্রদায়ের জন্যও এক অনুপ্রেরণার নাম। তার কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প তাকে এই সম্মানে পৌঁছে দিয়েছে।”
গারো সম্প্রদায়ের জন্য এটি এক যুগান্তকারী ঘটনা। অর্ণি প্রমাণ করেছেন যে সঠিক চেষ্টা, কঠোর পরিশ্রম এবং সংকল্প যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে। তার এই সাফল্যে তার শিক্ষক, বন্ধু এবং আত্মীয়স্বজনরাও তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
অর্ণি ভবিষ্যতে দেশসেবায় তার অবদান রাখার অঙ্গীকার করেছেন, যা তার সম্প্রদায় এবং দেশের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।