কে. এম. সাখাওয়াত হোসেন: “হাজার মুঠির বজ্র-স্লোগানে স্ফুলিঙ্গ সব দাবানল হয়ে জ্বলবেই” এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা সংসদের ২৮তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) নেত্রকোনা পৌরশহরে চন্দ্রনাথ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীত ও সংগঠন সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ।
এ কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতি ক্রমে আহাম্মেদ তানভীর মোকাম্মেলকে সভাপতি, আজিজুর রহমান সায়েমকে সাধারণ সম্পাদক ও মো. রফিককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট নেত্রকোনা জেলা কমিটি গঠিত হয়।
এরআগে উদ্বোধনী অধিবেশনে জেলা সংসদের সভাপতি শাহান আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাম্মেদ তানভীর মোকাম্মেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এনামুল হাসান অনয়, প্রাক্তন নেতা কোহিনূর বেগম, মোশতাক আহমেদ, নলিনী কান্তি সরকার এবং শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ার হাসান।
এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি যাদব শ্রেষ্ঠ গোবিন্দ ও মুক্তা দত্ত, সহকারী সাধারণ সম্পাদক পূজা সরকার ও মাহমুদ হাসান প্রান্ত, দপ্তর সম্পাদক হাসান জাওয়াদ খান, কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ সামি, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আমির ফুয়াদ আরাবী, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক প্রতীতি চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক রত্নদ্বীপ দাস নিলয়, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অনিরুদ্ধ গুণ পৃথ্বী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পৃথ্বীরাজ রুদ্র এবং সদস্য শাহান আলী, জহির রায়হান, হৃদয় শেখ, নূর আলম সিদ্দীকী ও খাঁজা শাহরিয়ার খান অর্ণব।
চারটি সদস্য পদ শূণ্য রাখা হয়েছে। যা পরবর্তীতে সাংগঠনিক কাজের মাধ্যমে সদস্য পদগুলো পূরণ করা হবে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা সংসদের দপ্তর সম্পাদক হাসান জাওয়াদ খান প্রেরিত বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন।