মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁটাপুকুর দাখিল মাদ্রাসা মাঠে দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এডুকেশনাল এন্ড সোস্যাল ওয়েল ফেযার এসোসিয়েশন আয়োজনে ২৮ ডিসেম্বর শনিবার বিকেলে কাঁটাপুকুর দাখিল মাদ্রাসা মাঠে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম কলম।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুসুম্বা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, বিএম কলেজের প্রভাষক রবিউল ইসলাম, কাঁটাপুকুর দাখিল মাদ্রাসার সুপার মাহমুদুল হক, জামায়াত নেতা মাওলানা আবু ইউসুফ, হাফিজুর রহমান, আবুল কাশেম প্রমুখ।
শেষে বিভিন্ন প্নতিযোগিতা অংশগ্রহনকারী বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।