আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি |
২০০৬ সালে প্রথমবারের মতো কবিদের মিলনমেলার সুসঙ্গ কবিতা উৎসবের আয়োজন করে দুর্গাপুর সাহিত্য সমাজ। এরপর তা চলমান থাকলেও ২০১৪ সালে সর্বশেষ অনুষ্ঠিত অষ্টম কবিতা উৎসব হয়। এবার দীর্ঘ সময় প্রায় ১০ বছর পর নবম সুসঙ্গ কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাহিত্যামোদীদের উপস্থিতিতে সৃষ্টি হয় দারুণ এক পরিবেশ। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সাদা মাটির পাহাড়ে দিনব্যাপী “নবম সুসঙ্গ কবিতা উৎসব” অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুর সাহিত্য সমাজ। সহযোগিতা করে “পথ পাঠাগার”। বেলা ১১টার দিকে এই উৎসবের উদ্বোধন করেন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী। উৎসবে প্রধান অতিথি ছিলেন কবি এনামুল হক পলাশ। অনুষ্ঠানে ছিল কবিতা বিষয়ক আলোচনা,স্বরচিত কবিতা পাঠ,কবিতার কর্মশালা। “সংকীর্ণ পথ ছেড়ে এসো, প্রসস্থ পথের শ্রাবণে” শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন দুর্গাপুর সাহিত্য সমাজ প্রতিষ্ঠাতা সভাপতি ও পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি নাজমুল হুদা সারোয়ার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জীবন কুমার নন্দী। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা প্রাবন্ধিক আবদুল হালিম খান,কবি ও গল্পকার শাহান শাহ,কবি ও সম্পাদক মো. জামাল তালুকদার,কবি লোকান্ত শাওন,কবি দুনিয়া মামুন,কবি জীবন চক্রবর্তী,কবি বকুল,কবি আবুল বাশার,কবি ও সাংবাদিক কামাল হোসাইন,ক্ষুদ্র নৃগোষ্ঠী গবেষক ও প্রাবন্ধিক মতেন্দ্র মানকিন,কবি জয় প্রকাশ সাহা,কবি সজীম সাইনসহ অনেকেই। সীমান্তবর্তী এই অঞ্চল আঁকাবাঁকা পথ,সারিবদ্ধ পাহাড়-টিলা আর নদীর ছড়াবেষ্টিত এক বৈচিত্র্যময় জনপদ। ইতিহাস,ঐতিহ্য, প্রকৃতি আর সংস্কৃতির সংমিশ্রণে অপরূপ লীলাভূমি উপজেলাটির সাদা মাটির পাহাড়ে এই কবিতা উৎসবের আয়োজন করে সকলের কাছে প্রসংশিত হন উদ্যোক্তা কবি নাজমুল হুদা সারোয়ার।