মোঃ বাবুল হোসেন, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ডাকাতি প্রস্তুতি মামলার ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী হিমেলকে (৩১) কে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
২৭ ডিসেম্বর শুক্রবার অফিসার ইনচার্জ কাওসার আলীর নির্দেশনায় এসআই আব্দুল্লাহ আল মাসুম ও এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি পিয়ারা গ্রামের মোঃ সিরাজুল ইসলামের পুত্র।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন হিমেল ডাকাতি প্রস্তুতি মামলার ১৬ বছরের সাজা প্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন ও এবং চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভূক্ত রয়েছে।