জেলা প্রতিনিধি,নড়াইল:
নড়াইল সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মো.আলামিন মোল্যা আকিজ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সদর উপজেলার পাইকমারি গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। স্থানীয় গনমাধ্যমকর্মী মো.মিল্টন শেখ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত মো.আলামিন মোল্যা আকিজ সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি পাইকমারি গ্রামের মৃত সত্তার মোল্যার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো.আলামিন মোল্যা আকিজ মোল্যা দীর্ঘদিন যাবত লিভার ক্যান্সার জনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আলামিন মোল্যা আকিজ সদর উপজেলার ৩ নম্বর চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড থেকে ২ বার নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার)। তিনি বর্তমান ইউপি সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছিলেন। বৃহস্পতিবার আসরের নামাজের পর জানাযা শেষে তাকে পাইকমারি মধ্যপাড়া কবরস্থানে দাফন করা হবে।