উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ অনুষ্ঠিত দ্বি-বার্ষিকী সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মন্জুরুল হক হাসান।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রমিকনেতা গোলাম রহমান খোকার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শ্রমিকনেতা আসাদুল হক খাঁন কাজলের সঞ্চালনায় দ্বি-বার্ষিক কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক মানিক, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ,
এইচ এম মাজহারুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঈশ্বরগঞ্জ পৌর শাখার উপদেষ্টা আব্দুল্লাহ সুমন সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ। এ ধরনের সম্মেলন শ্রমিকদের অধিকার সংরক্ষণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন উপস্থিত বক্তারা।