(নোয়াখালী প্রতিনিধি)
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কবিরহাট বাজারে মধুমতি ব্যাংকের ৫২ তম শাখার উদ্বোধন , আজ সকাল সাড়ে ১১ঘটিকার সময় আজিম টাওয়ারে দ্বিতীয় তলায় কবির হাট উপজেলা নির্বাচন অফিসার মোস্তাফা কামাল এবং হুমায়ুন কবির ফিতা কেটে এ শাখার উদ্বোধন করেন। এতে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সেলিম এর সভাপতিত্ব ও মধুমতী ব্যাংকের কবিরহাট শাখার ম্যানাজার সজিব দে,সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে কবির হাট শাখার শুভ উদ্বোধন করেন,বিশেষ অতিথি ছিলেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল, পরিচালক মোহাম্মদ সাইফুল আজম, কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা লিটন,কবিরহাট উপজেলা বিএনপি সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, কবিরহাট পৌর বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম , কবিরহাট উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মেজবাহ, কবির হাট বাজারে ব্যবসায়িসহ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা, ব্যাংকের গ্রাহক সহ প্রমুখ।